টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
বি এ রায়হান,গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় এক কিশোর নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার( ২১ জানুয়ারী) রাত ৮ টার দিকে এই টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে এই ঘটনাটি ঘটে।
নিহত রিজ উদ্দিন (১৭) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মর্যাদা গ্রামের আব্দুর গফুর মোল্লার ছেলে।
নিহত রিজ উদ্দীনকে অনুপ্রবেশের দায়ে কিশোরগঞ্জের একটি আদালত গতবছর জুলাই মাসে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরন করেন।
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় রিজ উদ্দিনকে বাথরুম থেকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরেই টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে মরদেহের সুরতহাল করে।আমি নিজেও হাসপাতালে পরিদর্শন করে ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম জানান, মৃত কিশোর রিজ উদ্দীন ভারতীয় নাগরিক তাকে অনুপ্রবেশ এর দায়ে কিশোরগঞ্জের একটি আদালত শিশু উন্নয়ন কেন্দ্র প্রেরন করে। গতকাল তার হাজিরা থাকলেও জামিন না হওয়ায় সে কিছুটা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পরে।
তিনি আরো জানান, ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদন এবং ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।